বাংলাদেশ থেকে ট্রানজেকশনের জন্য বাংলাদেশী কোন প্রতিনিধি নিয়োগ দিতে পারেন। যদি আপনাদের কোন আত্মীয়-স্বজন বা অতি পরিচিত কেউ থাকে তাহলে তাদের দিয়ে কাজটা করাতে পারেন। না হলে বাংলাদেশীরা একেবারে বঞ্চিত হবেন। কারণ বাংলাদেশে অনেক বইপ্রেমী ও কমিক লাভার রয়েছে। আর তাদের অধিকাংশই ছাত্র ফলে এত বই হয়তো কিনে পড়া সম্ভব হয় না।
মুগ্ধবাংলায় নতুন নতুন বেশ কিছু কমিকস এসে গেছে যা আমাদের অনেক নিয়মিত বন্ধু ইচ্ছে করলেও ডাউনলোড করতে পারছেন না ক্রেডিটের অভাবে। তাই তাদের কথা ভেবে ডেলি লগিন বোনাস ক্রেডিট চালু করা হল, তবে তা স্বল্প মাত্রায়। দিনে মাত্র ২ ক্রেডিট এবং তাও ২৪ঘন্টা পরের প্রথম লগিনের জন্য। অর্থাৎ, আজ বিকেল ৫টায় লগিন করলে, আগামী কাল ৫টা ১মিনিটএ লগিন করতে হবে, তবেই এই ক্রেডিট পাওয়া যাবে। এই সুবিধা শুধু মুগ্ধবাংলার নতুন সফটওয়ার না আসা পর্যন্ত চালু থাকবে।
On request টাই ভালো হবে, আরো ভালো হয় যদি প্রত্যেক সদস্যের জন্য কোনো identiti mark থাকে, যেটা ডাউনলোড করা কমিকস এর মধ্যে সংযুক্ত (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে) থাকবে। তাহলে কে কমিকস চুরি করছে সেটা জানা যেতে পারে (যদিও এটা সম্ভবপর কিনা, সেটা আমার মতো কম্পিউটারে অল্প জ্ঞান থাকা মানুষের পক্ষে জানা মুশকিল)। 'মুগ্ধবাংলা' কমিকস প্রেমীদের এতদিন ধরে মুগ্ধ করে রেখেছে, সেটাই চিরদিন থাকবে।