Login Register
মুগ্ধবাংলার ক্রেডিট যুগ শেষ হচ্ছে
Comments Page 3
#12

tariktoon's Quote:
saradindu's Quote:
বাংলাদেশ থেকে ভারতে কোনও রকম ট্রানজাকশন হয় না। যেগুলো হয়, সমস্তই অফলাইনে। পেপল সম্ভবত বাংলাদেশে চলে না, তাই সেটাও ব‍্যবহার করা যাচ্ছে না।
এই ভিডিওটা দেখতে পারেনঃ\r\nhttps://youtu.be/axGyrijcVCA
app টি কাজ করছে না।


20th October, 2022 8:24 AM
#13

বাংলাদেশ থেকে ট্রানজেকশনের জন্য বাংলাদেশী কোন প্রতিনিধি নিয়োগ দিতে পারেন। যদি আপনাদের কোন আত্মীয়-স্বজন বা অতি পরিচিত কেউ থাকে তাহলে তাদের দিয়ে কাজটা করাতে পারেন। না হলে বাংলাদেশীরা একেবারে বঞ্চিত হবেন। কারণ বাংলাদেশে অনেক বইপ্রেমী ও কমিক লাভার রয়েছে। আর তাদের অধিকাংশই ছাত্র ফলে এত বই হয়তো কিনে পড়া সম্ভব হয় না।


20th October, 2022 7:21 PM
#14

মুগ্ধবাংলায় নতুন নতুন বেশ কিছু কমিকস এসে গেছে যা আমাদের অনেক নিয়মিত বন্ধু ইচ্ছে করলেও ডাউনলোড করতে পারছেন না ক্রেডিটের অভাবে। তাই তাদের কথা ভেবে ডেলি লগিন বোনাস ক্রেডিট চালু করা হল, তবে তা স্বল্প মাত্রায়। দিনে মাত্র ২ ক্রেডিট এবং তাও ২৪ঘন্টা পরের প্রথম লগিনের জন্য। অর্থাৎ, আজ বিকেল ৫টায় লগিন করলে, আগামী কাল ৫টা ১মিনিটএ লগিন করতে হবে, তবেই এই ক্রেডিট পাওয়া যাবে। এই সুবিধা শুধু মুগ্ধবাংলার নতুন সফটওয়ার না আসা পর্যন্ত চালু থাকবে।


24th November, 2022 4:43 PM
#15

এটাই ভালো পন্থা। এর উপর যাকে পাঠানো হচ্ছে তার একটা identification reference hide করে পাঠানো পিডিএফ এ যুক্ত করে রাখা যায় তবে ভালো হবে।


15th January, 2023 11:12 AM
#16

On request টাই ভালো হবে, আরো ভালো হয় যদি প্রত্যেক সদস্যের জন্য কোনো identiti mark থাকে, যেটা ডাউনলোড করা কমিকস এর মধ্যে সংযুক্ত (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে) থাকবে। তাহলে কে কমিকস চুরি করছে সেটা জানা যেতে পারে (যদিও এটা সম্ভবপর কিনা, সেটা আমার মতো কম্পিউটারে অল্প জ্ঞান থাকা মানুষের পক্ষে জানা মুশকিল)। 'মুগ্ধবাংলা' কমিকস প্রেমীদের এতদিন ধরে মুগ্ধ করে রেখেছে, সেটাই চিরদিন থাকবে।


29th January, 2023 8:26 AM
Pages  First   Prev   1   2  3  4   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)